আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক বাস্তবায়নাধীন Bangladesh Insurance Sector Development Project (BISDP) এর অন্যতম উদ্দেশ্য হলো-রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশনসমূহের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানিক দক্ষতা ও বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী এবং উন্নত সেবা নিশ্চিতকরণ।
এতদুদ্দেশ্যে বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প এর সার্ভিস প্যাকেজ Review of existing product lines & Insurance Distribution Network Firm (S14) এর আওতায় বিগত ০৩ জুন – ০৭ জুন,০৮ জুলাই – ১২ জুলাই, ২০২৩ খ্রি. এবং ৫ আগস্ট – ০৯ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখে IDRA, JBC, SBC, BIA এবং BISDP-র কর্মকর্তাদের সমন্বয়ে ব্যাচভিত্তিক ০৫ (পাঁচ) দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।